আসছে হুয়াওয়ের হারমোনি ওএস ৩

২ অক্টোবর, ২০২১ ০০:১৮  
শিগগিরই নিজেদের হারমোনি অপারেটিং সিস্টেমটির নতুন সংস্করণ উন্মোচন করতে যাচ্ছে হুয়াওয়ে। এক কর্মীর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আইটি হোম নিউজ। খবরে বলা হয়, চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি আগামী ২৪ অক্টোবর হুয়াওয়ে ডেভেলপার কনফারেন্স আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনে হারমোনি ওএস ৩ উন্মোচন করা হবে। গুগল সেবা ব্যবহার করতে না পারায় হুয়াওয়ে তাদের নিজস্ব অপারেটিং সিস্টেম উন্মুক্ত করে। যদিও এটি অনেকটাই অ্যান্ড্রয়েডভিত্তিক। গত বছর সেপ্টেম্বরে আয়োজিত হুয়াওয়ে ডেভেলপার কনফারেন্সে হারমোনি ওএস ২.০ উন্মোচন করা হয় এবং সেপ্টেম্বরের ১৬ তারিখে ডিভাইসে ওএসটি পৌঁছে যায়। সম্প্রতি নোভা ৯ সিরিজ উন্মোচন করেছে হুয়াওয়ে। এই সময়ে কোম্পানিটি জানায়, হুয়াওয়ে ডিভাইসে হারমোনিওএস ব্যবহারকারীর সংখ্যা ১২ কোটি ছাড়িয়েছে। চলতি বছরের শেষ নাগাদ এই সংখ্যা ৩০ কোটি ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা করছে হুয়াওয়ে। ডিবিটেক/বিএমটি